আজ আমরা সেলাই মেশিন সম্পর্কে জানবো ।
সেলাই মেশিন কাকে বলে?
যে মেশিন দিয়ে কাপড় বা পোশাক সেলাই করা হয় ঐ মেশিনকেই সেলাই মেশিন বলে ।
সেলাই মেশিন দিয়ে কাপড় ছাড়াও অন্যান্য উপাদান যেমন - চামড়া , জুতা , ব্যাগ , তাবু ইত্যাদিও সেলাই করা হয় ।
শক্তির উৎস অনুযায়ী সেলাই মেশিন কয়প্রকার ?
শক্তির উৎস অনুযায়ী সেলাই মেশিন মূলত দুই প্রকার যথা :
( ক ) ম্যানুয়ালী অপারেটেড সেলাই মেশিন । ও
( খ ) ইলেকট্রিক্যাল অপারেটেড সেলাই মেশিন ।
( ক ) ম্যানুয়ালী অপারেটেড সেলাই মেশিন ( Manually Operated Sewing Machine ) :
এ ধরনের সেলাই মেশিন সাধারণত শারীরিক শক্তি ( Physical power ) প্রয়ােগ করে চালাতে হয় । হাত অথবা পা দিয়ে মেশিন পুলি ঘুরিয়ে সেলাই এর কাজ সম্পন্ন করা হয় বিধায় এরূপ মেশিনের উৎপাদন অনেক কম এবং মেশিন চালাতে পরিশ্রম অনেক বেশী হয় । ম্যানুয়ালী অপারেটেড সেলাই মেশিন প্রধানত বাসা বাড়ীতে ও দর্জির দোকানে বেশী ব্যবহৃত হয় ।
( খ ) ইলেকট্রিক্যাল অপারেটেড সেলাই মেশিন ( Electrically Operated Sewing Maching ) :
এ ধরনের সেলাই মেশিন মূলত বৈদ্যুতিক শক্তির সাহায্যে চালানাে হয় । এরূপ মেশিনের উৎপাদন তুলনামূলক ভাবে অনেক বেশী বিধায় পােশাক শিল্প অর্থাৎ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে । গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে সকল সেলাই মেশিন ব্যবহৃত হচ্ছে উহাদেরকে ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন ( Industrial Sewing Machine ) বলে ।
আরো নতুন নতুন তথ্য পেতে এই ব্লগটি নিয়মিত ভিজিট করুন ।
Post Approve Via
0 Response to "সেলাই মেশিন কি? সেলাই মেশিন কয়প্রকার ও কি কি?"
Post a Comment
লক্ষ্য করুন: লেখকের লেখা তখনই সার্থক হয় যখন তার লেখা পড়ে কেউ উপকৃত হয়। কমেন্ট পেলে লেখার উৎসাহ বাড়ে। তা আশা করবো পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।