You may Share your knowledge.

ইঞ্চি টেপ সম্পর্কে বেসিক যেসকল তথ্য জানা থাকা আবশ্যক?


আজ আমরা ইঞ্চি টেপ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবো। তথ্যগুলো জানা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে। চলুন তবে জেনে নিই।

* আমরা জানি একটি Measurment Tape এ 60 Inchi থাকে .

* আমর জানি একটি Measurment Tape এ 1.5 Meter থাকে .

* আমরা জানি একটি Measurment Tape এ 150CM থাকে .

* আমরা জানি একটি Measurment Tape এ 1500 MM থাকে .

* আমরা জানি 2.54cm = 1 Inchi .

* আমরা জানি 10MM = 1CM

* আমরা জানি 39.37 = 1Meter .

*আমরা জানি 12 Inchi = 1FT .

* আমরা জানি 36 Inchi = 1YD .

* আমরা জানি 3 FT = 1YD .

*আমরা জানি 18 Inchi = 1Hand .

* ইঞ্চি টেপ কত মাস পর পর ও কিভাবে calibration করতে হয়?

 >> ৩ মাস পরপর Measurment Tape Master Scale / Metorial Scale দারা Calibration করতে হয় ।

* Measurment Tape কেন calibration করতে হয়? 

>> Measurement tape রাবার / প্লাস্টিকের তৈরির কারনে Measurment পরিবর্তন হয়ে যায় , এ কারনে Measurment Tape Calibration করা হয় .


আরো তথ্য শীঘ্রই যুক্ত করা হবে। কোন তথ্য ভুল বা মিসিং থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।


Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "ইঞ্চি টেপ সম্পর্কে বেসিক যেসকল তথ্য জানা থাকা আবশ্যক?"

Post a Comment

লক্ষ্য করুন: লেখকের লেখা তখনই সার্থক হয় যখন তার লেখা পড়ে কেউ উপকৃত হয়। কমেন্ট পেলে লেখার উৎসাহ বাড়ে। তা আশা করবো পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।