You may Share your knowledge.

সেহরি ও ইফতারের দোয়া বাংলা অনুবাদসহ?


রমজান মাস সিয়াম সাধনার মাস । রমজান মাস খুবই ফযিলত পূর্ণ একটি মাস ।  আজ আমরা সেহরি ও ইফতারের দোয়া সম্পর্কে জানবো ।

রোযা রাখার নিয়তঃ

বাংলায় উচ্চারণ : নাওয়াইতু আন আছুমাল ইয়াওমা মিন শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বাল্লাকা ইয়া আল্লাহু ফা তাকাব্বাল মিন্নী ইন্নাকা আংতাস সামীউল আলীম ।

অর্থ : হে আল্লাহ ! আগামীকাল পবিত্র রমযান মাসে তােমার পক্ষ হতে ফরয করা রােজা রাখার নিয়ত করলাম , অতএব তুমি আমার পক্ষ হতে কবুল কর , নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী ।

রােজার বাংলা নিয়তঃ হে আল্লাহ পাক ! আপনার সন্তুষ্টির জন্য আগামীকালের রমাদ্বান শরীফ - এর ফরয রােযা রাখার নিয়ত করছি । আমার তরফ থেকে আপনি তা কবুল করুন । নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত ।

ইফতারের দোয়াঃ

বাংলায় উচ্চারণ : " আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন " ।

বাংলায় অর্থ : হে আল্লাহ পাক ! আমি আপনারই সন্তুষ্টির জন্য রােযা রেখেছি এবং আপনারই দেয়া রিযিক দ্বারা ইফতার করছি ।

ইফতারের বাংলা দোয়াঃ হে আল্লাহ তায়ালা আমি আপনার নির্দেশিত মাহে রমাজানের ফরয রােজা শেষে আপনারই নির্দেশিত আইন মেনেই রােজার পরিসমাপ্তি করছি ও রহমতের আশা নিয়ে ইফতার আরম্ভ করছি । তারপর " বিসমিল্লাহি ওয়া'আলা বারাকাতিল্লাহ " বলে ইফতার করা ।

পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন । 

Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "সেহরি ও ইফতারের দোয়া বাংলা অনুবাদসহ?"

Post a Comment

লক্ষ্য করুন: লেখকের লেখা তখনই সার্থক হয় যখন তার লেখা পড়ে কেউ উপকৃত হয়। কমেন্ট পেলে লেখার উৎসাহ বাড়ে। তা আশা করবো পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।