Job description / কার্য বিবরণী
পদবীঃ কোয়ালিটি কন্ট্রোলার
ডিপার্টমেন্টঃ কিউ,এ,ডি
সেকশনঃ কোয়ালিটি সুইং
কার কাছে রিপাের্ট করতে হবেঃ কোয়ালিটি ইনচার্জ
কার কার কাজ পর্যবেক্ষণ করতে হবেঃ টেবিল কোয়ালিটি, প্রসেস কোয়ালিটি ও লাইন কোয়ালিটি।
দায়িত্ব ও কর্তব্যঃ
১। লাইনে কোন নতুন স্টাইল ঢুকলে তাই পি,পি মিটিং সম্পর্কে বুঝে নেয়া ।
২। বায়ারের দেওয়া মেজারমেন্ট শিট সুপারভাইজার ও লাইন কোয়ালিটিদের বুঝিয়ে দেয়া ।
৩। সাইজ সেট ও ফাস্ট আউটপুট গার্মেন্টস চেক করে মেজারমেন্ট রিপোর্ট করা ।
৪। সুইং লাইনে নতুন কোন স্টাইলের গার্মেন্টস বের হলে তার স্টাইলিং চেক করা ।
৫। ফেব্রিক্স চেক করে শিংকেজ, জি,এস,এম, টুইস্টিং এবং ফেব্রিক কোয়ালিটি ঠিক রেখে গুণগত ও মানসম্পন্ন গার্মেন্টস তৈরি করা ।
৬। যদি লাইনে মেজর কোন সমস্যা পাওয়া যায় তা কোয়ালিটি ইনচার্জকে জানানো।
৭। প্রতিদিন কোয়ালিটির বিভিন্ন বিষয় নিয়ে কোয়ালিটি সুপারভাইজার ও লাইন কোয়ালিটিদেরকে নিয়ে মিটিং করা।
৮। ইন লাইন ও ইনিশিয়ালের গার্মেন্টস প্রতি নিয়ত চেক করা ।
কি কি রিপোর্ট করতে হবেঃ
আরো তথ্য শীঘ্রই যোগ করা হবে।
Post Approve Via
0 Response to "সুইং কোয়ালিটি কন্ট্রোলারের দায়িত্ব ও কর্তব্য?"
Post a Comment
লক্ষ্য করুন: লেখকের লেখা তখনই সার্থক হয় যখন তার লেখা পড়ে কেউ উপকৃত হয়। কমেন্ট পেলে লেখার উৎসাহ বাড়ে। তা আশা করবো পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।