You may Share your knowledge.

ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল কি? ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পলে কি কি থাকে?


আজ আমরা ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল সম্পর্কে জানবো।

** Duplicate counter sample কি?

>> বায়ারের দেওয়া কাউন্টার স্যাম্পল এবং এর কমেন্টের ভিত্তি করে হুবহু আরেকটি গার্মেন্টস তৈরি করাকেই ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল বলে।

** ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল চেনার উপায়:

>> Duplicate Counter Sample এর গায়ে Date, Order No ,Tag Sill Number ও অবশ্যই চার বিভাগীয় প্রধানের সাক্ষার থাকতে হবে । চার বিভাগীয় প্রধান যেমনঃ

1. Sample manager

2. Quality manager

3. Production manager (pm)

4. Q.S responsible


** Document সরূপ কি কি থাকে?

>> Document স্বরূপ থাকেঃ

1. Sketch Sheet. 

Sketch sheet এ তৈরীকৃত স্যাম্পলের প্রতিচ্ছবি ও মেজারমেন্ট শীট থাকে।

2. Sample Comments

Sample comments এ মূলত দুটি বিষয় থাকে

A. Technical Comments.

B. Merchandising comments.


3. P.P Meeting Sheet.

4. Risk Assessment .

8. Print Artwork ( যদি ওই Style এ Print থাকে )।

9. Level Lay Out

** ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল দিয়ে কি করা হয়ঃ

>> ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল মোকআপ হিসেবে বা নমুনা হিসেবে ব্যবহার করা হয়।


Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল কি? ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পলে কি কি থাকে?"

Post a Comment

লক্ষ্য করুন: লেখকের লেখা তখনই সার্থক হয় যখন তার লেখা পড়ে কেউ উপকৃত হয়। কমেন্ট পেলে লেখার উৎসাহ বাড়ে। তা আশা করবো পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।