কার্য বিবরনী/Job Description
পদবীঃ কোয়ালিটি কন্ট্রোলার ।
সেকশানঃ কোয়ালিটি কাটিং ।
কার কাছে রিপাের্ট করতে হবেঃ কোয়ালিটি ইনচার্জ ।
কার কার কাজ পর্যবেক্ষন করতে হবেঃ ফেব্রিক্স ইন্সিপেকশন , ইন লাইন , জি , এস , এম , শ্রিংকেজ , প্রিন্ট , মার্কার , কালার কন্টিনিউটি এবং অন্যান্য ।
দায়িত্ব ও কর্তব্যঃ
১। নতুন কোন স্টাইল কাটিং সেকশনে আসলে তার সম্পর্কে সুপারভাইজার ও কন্ট্রোলারদের কে বুঝাইয়া দিতে হবে ।
২। কাপড় রিলাক্স , টাইম অনুযায়ী হচ্ছে কিনা দেখা ।
৩। কাপড়ের শ্রিংকেজ ও জি.এস.এম রির্পোট দেখা ।
৪। কালার কন্টিনিউটি রিপাের্ট চেক করা ।
৫ | সেড বেন্ড চেক করা ।
৬। হার্ড প্যার্টান চেক করা , যদি কোন সমস্যা পাওয়া যায় তা ম্যানেজার কে জানানাে ।
৭। ফাস্ট কাটিং ও মােকাপের মেজারমেন্ট চেক করে রির্পোট করা ।
৮। কাপড়ে স্প্রেলাটি ও টুইস্টিং যাতে না হয় সে দিকে খেয়াল রাখ ।
কি কি রিপাের্ট করতে হবেঃ
১। ফাস্ট কাটিং ও মােকাপের মেজারমেন্ট চেক করে রির্পোট করা ।
২। কাপড়ে স্প্রেলাটি ও টুইস্টিং যাতে না হয় সে দিকে খেয়াল রাখ ।
কাজের দক্ষতাঃ বিশ্বাস যােগ্যতা থাকতে হবে । ফ্রেব্রিক এর প্রকারভেদ , ফেব্রিক কনস্ট্রাকশন , নিটিং ও ডাইং প্রবলেম , প্রিন্ট , জি , এস , এম , শ্রিংকেজ , বােয়িং , ইয়ার্ন , কালার কন্টিনিউটি , মেজারমেন্ট , বায়ারের রিকয়্যারমেন্টা ও প্যাটার্ন সম্পর্কে প্যাপ্ত ধারনা থাকতে হবে । ফেব্রিক্স এর সেড মেচিং ও রিলাক্সজেশান সম্পর্কে ভাল দক্ষতা থাকতে হবে ।
Post Approve Via
0 Response to "কাটিং কন্ট্রোলারের কাজের বর্ণনা?"
Post a Comment
লক্ষ্য করুন: লেখকের লেখা তখনই সার্থক হয় যখন তার লেখা পড়ে কেউ উপকৃত হয়। কমেন্ট পেলে লেখার উৎসাহ বাড়ে। তা আশা করবো পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।