You may Share your knowledge.

অযু কিভাবে করতে হয় চিত্রসহ দেখে নিন?


 সব কাজেরই নিয়ম আছে তেমনি ওযু করারও নিয়ম আছে । আমাদেরকে নিয়ম মেনে ওযু করতে হবে ।


ওযুর নিয়ত:
উচ্চারনঃ নাওয়াইতু আন আতাওয়াজ্জায়া লিরাফয়িল হাদাসি ওয়া ইস্তিবাহাতা লিছছালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তা'য়ালা।


এর পর অযু শুরু করবে।

ওযুতে পরপর কতকগুলাে কাজ করতে হয় । যেমন :

১ . নিয়ত করা । অর্থাৎ মনে মনে বলা “ আমি আল্লাহ তায়ালার এবাদত করার জন্য ওযু করছি । ”
২ . বিসমিল্লাহ বলে ওযু শুরু করা ।

৩ . কবজি পর্যন্ত দুই হাত তিনবার ধােয়া ।
৪ . তিনবার কুলি করা ।
৫ . দাঁত মাজা অথবা আঙুল দিয়ে দাঁত পরিষ্কার করা ।
৬ . পানি দিয়ে তিনবার নাক সাফ করা ।

৭ . সমস্ত মুখ তিনবার ধােয়া ।
৮ . কনুইসহ প্রথমে ডান পরে বাম হাত তিনবার বােয়া ।
৯ . মাথা , কান ও ঘাড় একবার মাসহ করা । অর্থাৎ প্রথমে সমস্ত মাথা একবার মাসহ করা । তারপর শাহাদত আঙুল দিয়ে কানের ভেতর মাসহ করা । এরপর বৃদ্ধা আঙুল দিয়ে কানের বাইরের দিক মাসহ করা । সব শেষে হাতের আঙুলের পিঠ দিয়ে ঘাড় মাসহ করা ।


১০ . গিরাসহ প্রথমে ডান ও পরে বাম পা তিনবার ধােয়া । ১১ . ওযু শেষ করার পর কালেমা শাহাদত পড়া ।

কালেমা শাহাদত :


আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা - শারিকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু ।

অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে , আল্লাহ ছাড়া কোনাে মাবুদ নেই । তিনি এক ও অদ্বিতীয় । তার কোনাে শরিক নেই । আরও সাক্ষ্য দিচ্ছি যে , মুহাম্মদ ( স ) আল্লাহর বান্দা ও রাসুল ।

Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "অযু কিভাবে করতে হয় চিত্রসহ দেখে নিন?"

Post a Comment

লক্ষ্য করুন: লেখকের লেখা তখনই সার্থক হয় যখন তার লেখা পড়ে কেউ উপকৃত হয়। কমেন্ট পেলে লেখার উৎসাহ বাড়ে। তা আশা করবো পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।