ওযুর ফরজ :
ওযুতে চারটি খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে । এগুলাের কোনাে একটি বাদ গেলে ওযু হয় না । এগুলােকে ওযুর ফরজ বলে । ফরজ অর্থ অবশ্য পালনীয় ।
ওযুর ফরজ চারটি । যথা
১ . সমস্ত মুখমণ্ডল একবার ধােয়া ।
২ . কনুইসহ দুই হাত একবার ধােয়া ।
৩ . মাথার চার ভাগের এক ভাগ একবার মাসহ করা ।
৪ . গিরাসহ দুই পা একবার ধােয়া । তবে তিনবার ধােয়া সুন্নত ।
ওযুর ফরজগুলাে সম্পর্কে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে । ওযুর জন্য যে যে অঙ্গ ধােয়া ফরজ সেগুলাের কোনাে অংশ যেন শুকনাে না থাকে । শুকনাে থাকলে ওযু হবে না । ওযু না হলে সালাত আদায় হবে না । বাড়িতে আব্বা আম্মা ওযু করেন । শিক্ষক ও মসজিদের ইমাম সাহেব ভালােভাবে ওযু করেন । আমরা তাদেরকে দেখে ভালােভাবে ওযু করা শিখব ।
আল্লাহ তায়ালার ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত হলাে সালাত । সালাত আদায়ের আগে পাক - পবিত্র হতে হয় । পাক - পবিত্র হওয়ার প্রধান উপায় হলাে ওযু ।
প্রতিদিন অন্তত পাঁচবার আমাদের ওযু করতে হয় । এতে ধুলােবালি ও রােগজীবাণু থেকে বাচা যায় । তাছাড়া ওযুর দ্বারা ছগীরা গুনাহ মাফ হয় । ছগীরা গুনাহ মানে ছােট ছােট গুনাহ ।
সালাত আদায়ের আগে ওযু করা ফরজ । আল্লাহ তায়ালা কুরআন মজিদে সালাত আদায়ের আগে ওযু করার নির্দেশ দিয়েছেন । মহানবি ( স ) বলেছেন ,
“ পাক - পবিত্র থাকা ইমানের অর্ধেক অংশ । ”
Post Approve Via
0 Response to "অযুর ফরয কয়টি ও কি কি?"
Post a Comment
লক্ষ্য করুন: লেখকের লেখা তখনই সার্থক হয় যখন তার লেখা পড়ে কেউ উপকৃত হয়। কমেন্ট পেলে লেখার উৎসাহ বাড়ে। তা আশা করবো পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।