আজ আমরা major problem সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো । উদাহরণসহ সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করা হবে । তাই একটু সময় নিয়ে পোস্টটি সম্পূর্ণ পড়ার চেষ্টা করবেন।
Major Defects : - যে সমস্যা গুলাে সহজে ক্রেতার চোখে পরে তা হলাে Major Defects ।
যেমন- ব্রকেন ষ্টিচ , স্কিপ ষ্টিচ , যে কোন ধরনের হােল , সুতা ( দুই মি : মি : এর বেশী ) , নােংড়া দাগ ইত্যাদি ।
অন্যভাবে
MAJOR DEFECT : যে ত্রুটিসমুহ থাকলে পােশাক বা পণ্য বিক্রিতে সমস্যা হয় বা বিক্রি হয় না বা বিক্রি হলেও ক্রেতা অসন্তুষ্ট হয়ে পণ্য দােকানে ফেরত দিয়ে যায় সেই সব Defect কে MAJOR DEFECT বলে ।
আরো পড়ুনঃ Critical Defects কাকে বলে? Critical Defect কোনগুলো জেনে নিন?
Major problem চেনার জন্য নিচে সকল প্রকার Major problem গুলোর নাম দেয়া হলোঃ
1.Broken Stitch (সেলাই কাটা)।
2.Puckering / Roping (পেঁচানো)।
3.Skip stitch ( যে সেলাই লাফ দিয়ে যায় ) ।
4.Missing Bar tuck ( বারটেক্স ছাড়া )।
5.Unever sharing ( অসমান শারিং ) ।
6.Needle holes (নিডেল দাগ বা ছিদ্র )
7.All Types of shading ( যেকোন ধরনের শেডিং)।
8.Pleat seams (কুচি)।
9.Tension Loose/Tight (সেলাই লুজ/টাইট)।
10.Wrong label attach / Label Mistake (লেবেল মিস্টেক) ।
11.Wavy ( ঢেউ ঢেউ হওয়া )।
12.Crease mark ( ফেব্রিক্স এর মধ্যে কোন দাগ )।
13.Open Seam ( সেলাই খেলা )।
14.Pulling / Pointy / Curling ( পুলিং/পয়েন্টি / কার্লিং ) ।
15.Uncut Thread ( সুতা কাটা হয়নি ) ।
16.Reversed (উল্টা)।
17.incorrect price on the garment (ভুল প্রাইজ টিকেট)।
18.Inaccurate stitch count Incorrect Spi ( স্টিচ ঠিক না থাকা )।
19.Missing / Incorrect UPC label ( মিসিং ভূল upc লেভেল
20.All High - Low (যেকোন হাই লো)।
21.Wrong Assortment (ভুল অ্যাসোরাটমেন্ট)।
22.Stains / Oil patch / Spot (দাগ)।
পোস্টে কোন তথ্য না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।ধন্যবাদ পোস্টটি সময় দিয়ে পড়ার জন্য ।
Post Approve Via
0 Response to "Major Defect কাকে বলে? Major Defect কোনগুলো জেনে নিন? "
Post a Comment
লক্ষ্য করুন: লেখকের লেখা তখনই সার্থক হয় যখন তার লেখা পড়ে কেউ উপকৃত হয়। কমেন্ট পেলে লেখার উৎসাহ বাড়ে। তা আশা করবো পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।