You may Share your knowledge.

Minor Defect কাকে বলে? Minor Defect কোনগুলো জেনে নিন?


 Minor Defects : - যে সমস্যা গুলাে সহজে ক্রেতার চোখে পরে না তা হলাে Minor Defects ।

যেমন- ছােট সুতা ( দুই মি : মি : এর কম ) , অসমান প্যাকারিং ( যা ফিটিং এর পর সমস্যা হবে না ) ইত্যাদি ।

অন্যভাবে

MINOIR DEFECT : যে সমস্ত ক্রটি পণ্যের বাহ্যিক সৌন্দর্য এবং উপযােগিতা নষ্ট করে না কিন্তু একই সমস্যা পুনরাবৃত্তির ফলে শীপমেন্ট বা লটের মর্যাদা খর্ব করে সেই সব Defect  কে MINOR DEFECT বলে ।

আরো পড়ুনঃ Major Defect কাকে বলে? Major Defect কোনগুলো জেনে নিন?

নিচে minor Defects গুলোর নাম উল্লেখ করা হয়েছে ।

1.Wilvy ( Siglirly ) ( সামান্য মাত্রায় ওয়েভি )।

2.Shining Mark ( Sightly ) সামান্য মাত্রায় শাইনি মার্ক ) ।

3.Gap up - Down ( bellow.0.2cm ) (০.২ সে.মি এর নিচে গ্যাপ অসমান ) ।

4.Hem Paint Up - down ( Slightly )( সামান্য মায়ায় পয়েন্ট আপ - ডাউন )।

5.Inside Thread Shade ( Slightly )(সামান্য মাত্রায় ভিতরের  সুতা শেড)।

 6.Uneven sharing (slightly) (সামান্য মাত্রায় অসমান শারিং)।

কোনকিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন । আমার সাধ্যেরমধ্যে হলে অবশ্যই সমাধান করার চেষ্টা করবো । সময় দিয়ে পোষ্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।




Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "Minor Defect কাকে বলে? Minor Defect কোনগুলো জেনে নিন? "

Post a Comment

লক্ষ্য করুন: লেখকের লেখা তখনই সার্থক হয় যখন তার লেখা পড়ে কেউ উপকৃত হয়। কমেন্ট পেলে লেখার উৎসাহ বাড়ে। তা আশা করবো পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।