You may Share your knowledge.

Critical Defects কাকে বলে? Critical Defect কোনগুলো জেনে নিন?


CRITICAL DEFECT : যে ত্রুটিসমুহ পােশাক বা পণ্য আইনগত বা চুক্তিগত গ্রহন যােগ্যতা থেকে দূরে রাখে অথবা যে ত্রুটিসমূহ পােশাক ভােক্তার ক্ষতির কারন হয় সেই সব Defect কে CRITICAL DEFECT বলে ।

অন্যভাবে,

Critical Defects : -যে সমস্যা গুলাে ক্রেতার সংকট সৃষ্টি করে তা হলে Critical Defects । যেমন- কেমিক্যাল ইস্যু , সেফটি রিকোয়ারমেন্ট ফর চিলড্রেন , লুজ বা মিনিমাম এক্সটেন্ডেড , সার্প ষ্টিচ , প্রিন্ট সমস্যা ইত্যাদি ।

আরো পড়ুনঃ Minor Defect কাকে বলে? Minor Defect কোনগুলো জেনে নিন?

নিচে Critical Defects গুলোর নাম দেয়া হলো।

1.Missing Incorrect Country of Origin Care (লেবেলের মধ্যে মিসিং / ভূল কান্ট্রি অরিজিন)

2.Missing Incorrect care instructions (মিসিং / ভূল কেয়ার ইন্সট্রাকশন)

3.Insecure Drawstring (অনিরাপদ ড্রস্টিং)।

4.Insecure Eyelet (অনিরাপদ আইলেট )।

5.Insects (পোকামাকড়)।

6.Wrong sizc On care label (ভুল সাইজ লেবেল)।

6.Nails end (হাতের নখ)।

7.Poor printing of care label (লেবেলের প্রিন্ট খারাপ)।

8.Broken Needle in Gmts  (ভাঙা সূচের অংশ)।

9.Broken button (ভাঙা বাটন)।


Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "Critical Defects কাকে বলে? Critical Defect কোনগুলো জেনে নিন? "

Post a Comment

লক্ষ্য করুন: লেখকের লেখা তখনই সার্থক হয় যখন তার লেখা পড়ে কেউ উপকৃত হয়। কমেন্ট পেলে লেখার উৎসাহ বাড়ে। তা আশা করবো পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।