You may Share your knowledge.

ডিফেক্ট (defect) কতপ্রকার ও কি কি?


আজ আমরা ডিফেক্ট সম্পর্কে আলোচনা করব । পোষাক শিল্প  কারখানায় কোয়ালিটির চাকুরী নিতে অবশ্যই ডিফেক্ট সম্পর্কে জানতে হবে । তাই নতুনদের জন্য আজকের এই পোস্ট । চলুন তাহলে জেনে নেই।


Defect / ত্রুটিঃ Defect অর্থ ত্রুটি , যাহা কোন পণ্যের গুণগত মানকে ক্ষুন্ন করে তাকে Defect বলে ।

DEFECT কে তিন ভাগে ভাগ করা যায় । যথাঃ-

( 1 ) CRITICAL DEFECT.

( 2 ) MAJOR DEFECT.

( 3 ) MINOR DEFECT.

Critical Defects : - যে সমস্যা গুলাে ক্রেতার সংকট সৃষ্টি করে তা হলে Critical Defects । যেমন- কেমিক্যাল ইস্যু , সেফটি রিকোয়ারমেন্ট ফর চিলড্রেন , লুজ বা মিনিমাম এক্সটেন্ডেড , সার্প ষ্টিচ , প্রিন্ট সমস্যা ইত্যাদি ।

Major Defects : - যে সমস্যা গুলাে সহজে ক্রেতার চোখে পরে তা হলাে Major Defects । যেমন- ব্রকেন ষ্টিচ , স্কিপ ষ্টিচ , যে কোন ধরনের হােল , সুতা ( দুই মি : মি : এর বেশী ) , নােংড়া দাগ ইত্যাদি ।

Minor Defects : - যে সমস্যা গুলাে সহজে ক্রেতার চোখে পরে না তা হলাে Minor Defects । যেমন- ছােট সুতা ( দুই মি : মি : এর কম ) , অসমান প্যাকারিং ( যা ফিটিং এর পর সমস্যা হবে না ) ইত্যাদি ।


পরবর্তী পোস্টে ডিফেক্টগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ।

Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "ডিফেক্ট (defect) কতপ্রকার ও কি কি? "

Post a Comment

লক্ষ্য করুন: লেখকের লেখা তখনই সার্থক হয় যখন তার লেখা পড়ে কেউ উপকৃত হয়। কমেন্ট পেলে লেখার উৎসাহ বাড়ে। তা আশা করবো পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।