You may Share your knowledge.

কোন ধরনের (defect) সমস্যাগুলো সুইং সেকশনে বেশি পাওয়া যায়?


আজ আমরা সুইং সেকশনের বেশি পাওয়া সমস্যাগুলোর নাম জানবো।


1 . Brolken Stitchi . ( সেলাই কাটা ) ।

2 . Skip Stitch . ( যে সেলাই লাফ দিয়ে যায় ) ।

3 . Print Problem . ( প্রিন্ট সমস্যা ) ।

4 . Fabric Hole . ( ফেব্রিকস এর কোন প্রকার সমস্যা ) ।

5 . uneven Shearing . ( অসমান সেয়ারিং ) ।

6 . Side seam up town . ( দুই সাইড অসমান ) ।

7 . Uneven Rawedge . ( লেগে কাচা বা বাড়তি ফেব্রিকস ) ।

8 . Waist Rawedge . ( ওয়েস্ট কাচা বা বাড়তি ফেব্রিকস ) ।

9 . Side seam off shape . ( সাইড সিম এর সেপ খারাপ ) ।

10 . stretch out . ( ফেব্রিকস এর ওয়েস্ট ফেটে যাওয়া ) ।

11 . Messing label . ( লেবেল নাই ) ।

12 . Part shading . ( দুই অংশ দুই রকম ) ।

13 . Part missing . ( এক সাইজের পার্ট অন্য সাইজে লাগানে ) ।

14 . Leg up down . ( দুইপা ছেটিবড় ) ।

15 . Tension tight . ( সেলাই শক্ত ) ।

16 . Wavy . ( ঢেউ ঢেউ হওয়া ) ।

17 . Front panel wavy . ( সামনের সাইড ঢেউ হওয়া ) ।

18 . Fly opening shape out . ( সেপ খারাপ ) ।

19 . Narrow point up down . ( কোমর এবং ইন সিয়াম এর মাঝের অংশ ছোট বড় ) ।

20 . Elastic rejects . ( ইলাষ্টিক নষ্ট হওয়া ) ।

21 . Elastic joint slanted . ( ইলাষ্টিক অসমান ) ।

22 . Label joint slanted . ( লেবেল বাকা ) ।

23 . Open seam . ( সেলাই খোলানো) ।

24 . Puckering . ( পেচানো ) ।

25 . Bar tack missing . ( বারটেক ছাড়া ) ।

26 . Needle hole . ( নিডেল দাগ বা ছিদ্র ) ।

27 . apleated . ( কুচি ) ।

28 . Thread shading . ( দুই সুতা দুই রকম হওয়া ) ।

29 . In correct care label . ( লেবেলর তথ্য ঠিক না থাকলে ) ।

30 . Crease mark . ( ফেব্রিকস এর মধ্যে কোন দাগ ) ।

31 . Un evenv lobs ( অসমান লব ) ।

32 . Shading . ( রঙের তারতম্য ) ।

33 . Reversed . ( উল্টা ) ।

34 . In seam poin up down . ( ইন সিয়াম ছোট বড় ) ।


Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "কোন ধরনের (defect) সমস্যাগুলো সুইং সেকশনে বেশি পাওয়া যায়?"

Post a Comment

লক্ষ্য করুন: লেখকের লেখা তখনই সার্থক হয় যখন তার লেখা পড়ে কেউ উপকৃত হয়। কমেন্ট পেলে লেখার উৎসাহ বাড়ে। তা আশা করবো পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।