You may Share your knowledge.

কাটিং ইন লাইন কোয়ালিটির দায়িত্ব ও কর্তব্য?


 আজ আমরা কাটিং লাইন কোয়ালিটিদের দায়িত্ব সম্পর্কে জানবো।

 কার্য বিবরনী/ Job Description দায়িত্ব ও কর্তব্য  ঃ

পদবীঃ কাটিং ইন লাইন কোয়ালিটি

সেকশানঃ কোয়ালিটি কাটিং

কার কাছে রিপোর্ট করতে হবেঃ কোয়ালিটি সুপার ভাইজার।

দায়িত্ব ও কর্তব্যঃ

১। প্রত্যেক ব্যাচ এর সেড, জি.এস.এম পাস কিনা জানতে হবে ।

২। রিলাক্সজেশান রিপোর্ট, ওয়াশ টেষ্ট রিপোর্ট ঠিক আছে কিনা দেখতে হবে ।

৩। লে দেওয়ার সময় কাপড়ের গ্রীন লাইন যাতে ঠিক থাকে দেখা ।

৪। লে টেনশন এবং লে - হাইট ঠিক আছে কিনা দেখা ।

৫। মার্কার ও রেশিও চেক দিতে হবে ।

৬। কাটিং চলায় প্রত্যেকটি ব্লক এর সেপ ১০০ % চেক দিতে হবে ।

৭। প্রত্যেক ব্লকের টপ , বটম এবং মিডেল থেকে তিন পিছ কাট প্যানেল হার্ড প্যার্টান এর উপর রেখে চেক দিতে হবে এবং কাট পিছ মেজারমেন্ট করে ইনচার্জকে দেখাতে হবে ।

৮। লেকরা অথবা সিবিসি ফেব্রিক হলে কাটিং চলাকালীন  সময়ে মোক - আপ বানাতে হবে এবং মেজারমেন্ট ঠিক আছে কিনা দেখা।

কি কি রিপোর্ট করতে হবে :

১। মাকরি , লে এবং কাট প্যানেল মেজারমেন্ট রিপোর্ট ।


কাজের দক্ষতা :

বিশ্বাস যোগ্যতা থাকতে হবে । ফ্রেব্রিক প্রবলেম জি.এস.এম মেজারমেন্ট , বায়ারের রিকয়্যারমেন্টা ও প্যাটার্ন সম্পর্কে পর্যাপ্ত ধারনা থাকতে হবে । ফেব্রিক্স এর সেড মেচিং সম্পর্কে দক্ষতা থাকতে হবে ।


Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "কাটিং ইন লাইন কোয়ালিটির দায়িত্ব ও কর্তব্য?"

Post a Comment

লক্ষ্য করুন: লেখকের লেখা তখনই সার্থক হয় যখন তার লেখা পড়ে কেউ উপকৃত হয়। কমেন্ট পেলে লেখার উৎসাহ বাড়ে। তা আশা করবো পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।