You may Share your knowledge.

কাট প্যানেল চেক ও বান্ডিল কার্ড কিভাবে চেক করতে হয়?


কাটিং কোয়ালিটি কাটপিস বা কাট প্যানেল চেক করে থাকে । তাদের চেক করা কাটপিস সুইং করার জন্য সুইং সেকশনে প্রেরণ করা হয় । প্রথমে আমরা কাট প্যানেল চেক করার পদ্ধতি সম্পর্কে জানবো।

কাট প্যানেল চেক করার পদ্ধতিঃ কাট প্যানেল চেক করার সময়ে নিম্নোক্ত বিষয়ে খেয়াল রাখতে হবে ।

নেক সেপ, 

সোল্ডার সেপ, 

আর্মহোল সেপ, 

সাইড সেপ, স্লিভ সেপ, 

কাট মার্ক (নেক, স্লিভ, আর্মহোল, সাইড),

বটম সেপ, 

ফেব্রিক ডিফেক্ট ।

এবার আমরা বান্ডিল কার্ড চেক করার পদ্ধতি সম্পর্কে জানবো । বান্ডিল কার্ডে অনেক তথ্য ভুল থাকতে পারে বা যারা বান্ডিল  বাধে (বান্ডিল ম্যান) ভুল করে এক অর্ডারের মালে অন্য অর্ডারের বান্ডিল, ভুল সাইজ, ভুল কান্ট্রি ইত্যাদি দিয়ে দিতে পারে । তাই অবশ্যই বান্ডিল কার্ড ঠিক আছে কিনা দেখে নিতে হবে ।

বান্ডিল কার্ড চেক করার পদ্ধতিঃ বান্ডিল কার্ডে অনেক সময়ে ভুল থাকতে পারে । নিচের দেয়া তথ্যগুলো মিলিয়ে দেখলে বান্ডিল কার্ড সঠিক আছে কিনা বুঝা যাবে ।

বায়ার,

অর্ডার নাম্বার,

কালার,

সাইজ,

কোয়ান্টিনিটি, 

বান্ডেল নং, 

কাটিং নং,

রোল নং,

লট নং,

সিরিয়াল নং।


Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "কাট প্যানেল চেক ও বান্ডিল কার্ড কিভাবে চেক করতে হয়?"

Post a Comment

লক্ষ্য করুন: লেখকের লেখা তখনই সার্থক হয় যখন তার লেখা পড়ে কেউ উপকৃত হয়। কমেন্ট পেলে লেখার উৎসাহ বাড়ে। তা আশা করবো পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।