You may Share your knowledge.

কাটিং টেবিল কোয়ালিটিদের দায়িত্ব ও কর্তব্য?


আজ আমরা কাটিং কোয়ালিটিদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানবো। 

 কার্য বিবরনী/Job Description:

 পদবীঃ কোয়ালিটি ইন্সিপেক্টর

ডিপার্টমেন্টঃ কিউ.এ.ডি

সেকশানঃ কোয়ালিটি কাটিং

কার কাছে রিপোর্ট করতে হবেঃ কোয়ালিটি সুপারভাইজারদা

দায়িত্ব ও কর্তব্যঃ

১। ব্যাচ ওয়াইজ সেড এ্যাপ্রুভ আছে কিনা দেখতে হবে

২। জি.এস.এম চেক করতে হবে ।

৩। রোল টু রোল সেড চেক দিতে হবে ।

৪। প্রত্যেক ব্যাচের সর্বনিম্ন ১০ % চেক দিতে হবে ।

৫। কোন ব্যাচে ডিফেক্ট এর পরিমান বেশি হলে ১০০ % চেক দিতে হবে , ডিফেক্টিভ রোলগুলোকে সম্পূর্ণ আলাদা করতে হবে ।

৬। নেক রিব এবং পাইপিং ১০০ % চেক দিতে হবে । টিউব ডায়া হলে উভয় পার্শ্বে চেক দিতে হবে ।

৭। নেক রিব এবং পাইপিং এর প্রত্যেকটি রোল এবং জয়েন্ট থেকে মোকআপ বানাতে হবে ।

৮। নেক রিব এর রিকভারি ঠিক আছে কিনা দেখতে হবে ।

৯। যেকোনো সমস্যা দ্রূত কোয়ালিটি ইনচার্জকে জানাতে হবে।

কি কি রিপোর্ট করতে হবেঃ

১.ফেব্রিক্স ইন্সিপেকশন ( ৪ পয়েন্ট রিপোর্ট ) ।

কাজের দক্ষতা : 

বিশ্বাসযোগ্যতা থাকতে হবে । ফ্রেব্রিক এর প্রকারভেদ , ফেব্রিক কনস্ট্রাকশন , নিটিং ও ডাইং প্রবলেম , প্রিন্ট , জি.এস.এম. শ্রিংকেজ , বোয়িং, ইয়ার্ন , কালার কন্টিনিউটি ফেব্রিক্স এর সেড মেচিং ও রিলাক্সজেশান সম্পর্কে ভাল দক্ষতা থাকতে হবে ।


Share This Post On


Related Posts

Report Print

Post Approve Via


0 Response to "কাটিং টেবিল কোয়ালিটিদের দায়িত্ব ও কর্তব্য?"

Post a Comment

লক্ষ্য করুন: লেখকের লেখা তখনই সার্থক হয় যখন তার লেখা পড়ে কেউ উপকৃত হয়। কমেন্ট পেলে লেখার উৎসাহ বাড়ে। তা আশা করবো পোষ্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।